তেজস্বীকে মুখ্যমন্ত্রী করতে বিহারবাসীকে আহবান জানালেন অখিলেশ যাদব

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিহারের ভোটারদের উদ্দেশে বড় বার্তা দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, ‘চাকরির জন্য ভোট দিন, নতুন প্রজন্মের নেতা তেজস্বী যাদবকে সমর্থন করুন।’

অখিলেশের দাবি, তেজস্বী যাদবই বিহারের যুবসমাজকে নতুন দিশা দেখাতে পারেন। তাই শক্তভাবে তাঁর পাশে দাঁড়ানো উচিত ভোটারদের। অখিলেশের কথায়, ‘যুবকদের কর্মসংস্থানের স্বপ্ন পূরণ করতে পারে শুধুমাত্র নতুন নেতৃত্ব। বিহারের উন্নয়ন ও চাকরির পথ খুলবে পরিবর্তনের মাধ্যমেই।’

তিনি অভিযোগ করেন, বর্তমান শাসকদল যুবকদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাই বিহারের পরিবর্তন এখন খুবই জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। বিহারের নির্বাচনী প্রচার তুঙ্গে উঠতেই অখিলেশের এই বার্তা বাড়তি গুরুত্ব পেয়েছে।