মৃতদের পরিবারকে ২০ লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা বিজয়ের, সুরক্ষা বাড়ল অভিনেতার

শনিবার করুরে টিভিকে-র জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। মৃতদের পরিবারপিছু ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন টিভিকে-র প্রতিষ্ঠাতা তথা অভিনেতা বিজয়। আহতদের চিকিৎসার জন্যও ২ লক্ষ টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর সুরক্ষা বাড়ানো হয়েছে তামিলাগা ভেটরি কাজাগম তথা টিভিকে দলের প্রতিষ্ঠাতার। বিজয়ের চেন্নাইয়ের বাড়ির সুরক্ষা বাড়ানো হয়েছে বলে তামিলনাড়ু প্রশাসন সূত্রে খবর। পদপিষ্ট হয়ে মৃত্যুর মধ্যে রয়েছে শিশু এবং মহিলারাও।

শনিবার করুরে টিভিকে প্রতিষ্ঠাতা বিজয়ের একটি সভার ডাক দিয়েছিলেন। বহু ভক্ত এবং সমর্থক বিজয়কে দেখার জন্য উপস্থিত হয়েছিলেন। তাঁর দুপুরে পৌঁছনোর কথা ছিল। তিনি কমপক্ষে ছ’ঘণ্টা দেরিতে পৌঁছেছিলেন জানা গিয়েছে। এর ফলে ভিড় মাত্রাতিরিক্ত বেড়ে যায়। বিজয়কে একবার দেখার জন্য প্রবল হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময়ই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ জনের। আহত হয় একাধিক মানুষ।


এক প্রত্যক্ষদর্শী নন্দ কুমার বলেন, ‘ভিড় কোনও ভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি। বিজয়ের বেলা ১১টার সময়ে  পৌঁছনোর কথা ছিল। অন্তত সবাই তাই জানত। তিনি যখন এলেন তখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। ব্যাপক ভিড় হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়া উচিত। প্রত্যাশিত জনসংখ্যার ১৫ গুণ বেশি ভিড় হয়েছিল। অনেকেই বাচ্চাদের সঙ্গে নিয়ে এসেছিলেন। খিদেয় পরিস্থিতি আরও খারাপ হয়।’ অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অ্যাম্বুল্যান্সও প্রবেশ করতে পারছিল না। মানুষজনকে বার করতেই অনেকটা সময় লেগে গিয়েছিল।’

এই দুর্ঘটনার পরে অভিনেতা বিজয় জানিয়েছেন,  তিনি মানসিক ভাবে বিধ্বস্ত।  এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে লেখেন, তাঁর হৃদয় ভেঙে গিয়েছে। অসহ্য যন্ত্রণার মধ্যে তিনি রয়েছেন।