বাংলাদেশে হিন্দু নির্যাতন: পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল

ছবি: এএনআই

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে মঙ্গলবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বিক্ষোভে সামিল হল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সংগঠনের কর্মীরা জমায়েত হয়ে স্লোগান তোলেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক ভাবে হামলা, হেনস্থা ও সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটছে। তাঁদের অভিযোগ, সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশাসন কার্যকর ভূমিকা নিচ্ছে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে বিষয়টি তুলে ধরতে বিক্ষোভ মঞ্চ থেকে ভারত সরকারের হস্তক্ষেপের দাবিও জানানো হয়।

বিশ্ব হিন্দু পরিষদের নেতারা জানান, বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দু পরিবারগুলিকে ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হচ্ছে, মন্দির ও উপাসনালয়ে হামলার ঘটনাও সামনে আসছে। তাঁদের বক্তব্য, ‘ধর্মের ভিত্তিতে এই ধরনের নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের শামিল। ভারত সরকারকে কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’


বজরং দলের কর্মীরাও একই সুরে ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, শুধু নিন্দা জানানো যথেষ্ট নয়, প্রয়োজনে আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টি তুলে ধরতে হবে। বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান ওঠে। পুলিশ প্রশাসনের তরফে আগাম সতর্কতা হিসাবে বিক্ষোভস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যদিও এই কর্মসূচি ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।