জেএনইউ ছাত্রদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন না বললেন উপাচার্য

জেএনইউ (ছবি- ফেসবুক)

দিল্লি, ২৬ মার্চ- জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে উপাচার্যের বাড়িতে জোর করে ঢোকা ও তাঁর স্ত্রীকে আটকে রাখার যে অভিযোগ উঠেছে, তাদের ক্ষমা করে দিয়ে উপাচার্য এম জগদেশ কুমার বলেন,’ আমরা ওই ছাত্রদের ক্ষমা করে দিয়েছি । তবে ছাত্ররা রাতে জেএনইউ ক্যাম্পাসে আমার বাসভবনে যেভাবে ঢুকেছে তা নিন্দনীয় ঠিকই , কিন্তু আমরা দুজনে ওদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করিনি। আশা করি ওরা ভবিষ্যতে এই ধরণের কোনো পদক্ষেপ গ্রহণ করবে না’। ছাত্র পরিষদের তরফে উপাচার্যের বাড়িতে জোর করে ঢোকার ঘটনা খারিজ করে দিয়ে বলে, ‘ উপাচার্যের বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ছাত্র পরিষদের সদস্যরা অনশন মঞ্চে ফিরে আসে’। বাম ছাত্র পরিষদের তরফে বলা হয়, ছাত্রদের একটি দল উপাচার্যের সঙ্গে দেখা করতে গেছিল। তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীরা দুর্ব্যবহার করে।

চলতি শিক্ষাবর্ষ থেকে অনলাইনে প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সাতজন ছাত্র অনশন বিক্ষোভে বসেছে।