বালিকাকে ধর্ষণ-খুনে ২৫ দিনে সাজা ঘোষণা

উত্তর প্রদেশের হাথরসে বালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় মাত্র ২৫ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল ফিরোজাবাদের পকসো আদালত। আদালতের নির্দেশ, আজীবন কারাগারে থাকবেন অভিযুক্ত। পুলিশের হাত থেকে ছেলেকে বাঁচানোর চেষ্টার জন্য বাবা-মাকেও ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। ভাইকে আড়াল করার চেষ্টার জন্য একই সাজা পেয়েছেন ২২ বছরের দাদা।

গত জুন মাসে হাথরসে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। স্কুলের গরমের ছুটিতে মেয়েটি দিদার বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখানেই ধর্ষিতা হয় মেয়েটি। পুলিশি জেরায় যুবক স্বীকার করে নেন অপরাধের কথা। তাঁর বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৬৫-২ (১৬ বছরের নীচে কাউকে ধর্ষণ), ৬৬ (আক্রমণে মৃত্যু ঘটনো) ইত্যাদি ধারায় মামলা দায়ের হয়।

যুবকের বাবা-মা এবং দাদার বিরুদ্ধেও পকসো-সহ বেশ কিছু ধারায় মামলা রুজু করে পুলিশ। আজীবন কারাবাস ছাড়াও ১৯ বছরের দোষীকে ১.৪ লক্ষ টাকা জরিমানা করেছেন। তাঁর দাদা এবং বাবা-মা প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। স্পেশাল পকসো আদালতের বিচারক মমতাজ আলি চারজনকেই দোষী সাব্যস্ত করেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শেষ করতে তাদের ৪৪ দিন লেগেছে।