রাজ্যে জলপথের উন্নয়নে জন্য, নতুন বোর্ড গঠন করল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ:- রাজ্যে জলপথের উন্নয়নে জন্য, নতুন বোর্ড গঠন করল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারাণসী থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত যোগী সরকার যে জলপথ চালু করেছে তা সফল হয়েছে। এমনকী জলপথগুলিকে সক্রিয় করে তুলে সেটিকে রাজ্যের পরিবহন হিসেবে গড়ে তুলতে চাইছেন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই এই নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করে ফেলেছেন তিনি। এই নিয়ে তিনি একটি বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছেন। তারা রাজ্যের জলপথগুলির সংস্কার এবং উন্নয়ের দিকটা খতিয়ে দেখবে। সেই সঙ্গে কোন জলপথ ব্যবহার করে কোন পথে যাওয়া যায় সেদিকটাও খতিয়ে দেখবে। গঙ্গা-হুগলি এবং ভাগীরথি নদীকে ব্যবহার করে জলপথে পরিবহণ করা যায়। যেমন প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত জলপথ চালু করা হচ্ছে। যার মাধ্যমে একাধিক জিনিস নিয়ে যাওয়া যাবে। সেই সঙ্গে বাণিজ্যেরও সুবিধা হবে। সেকথা মাথায় রেখেই এই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন জলপথ ব্যবহার করে মূলত বাণিজ্যের কাজে লাগাতে চাইছেন যোগী আদিত্যনাথ।