কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয়াবহ অ্যানাকোন্ডার সঙ্গে তুলনা করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। উদ্ধবের অভিযোগ, অ্যানাকোন্ডা সাপের মতো মুম্বইকে পেঁচিয়ে ধরে গিলতে চলেছেন অমিত শাহ। ঠাকরের এই মন্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে। এদিকে ঠাকরের অভিযোগের পর জোরালো প্রতিক্রিয়া জানায় শাসক মহাযুতি জোটের নেতারা। তাঁরা পাল্টা আক্রমণ করে বলেছেন, মুম্বইয়ের সম্পদ তিনি পাইথনের মতো গিলে ফেলেছেন।
সোমবার শিবসেনার মুখপত্র সামনায় প্রকাশিত দুটি প্রতিবেদন তুলে ধরেন উদ্ধব। প্রথমটি ছিল, বিদ্যুৎ গতিতে জমি দখল করে বিজেপি নতুন অফিস তৈরি করছে। দ্বিতীয় প্রতিবেদন ছিল, মুম্বইয়ের জিজামাতা পার্কে আনা নতুন অ্যানাকোন্ডা। এই দুই বিষয়ের পরিপ্রেক্ষিতে অমিত শাহকে অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করেন উদ্ধব। তিনি বলেছেন, ‘যেভাবে অ্যানাকোন্ডা তার সামনে আসা সমস্ত কিছু গলাধঃকরণ করে, সেভাবেই মুম্বইকে গিলে ফেলতে চাইছে ওরা।’
বিজেপি নেতাদের আফগান হামলাকারী আহমেদ শাহ আবদালির সঙ্গেও তুলনা করেছেন উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, ‘আসল আবদালি আবার ফিরে এসেছে। এবার দিল্লি এবং গুজরাত থেকে। যদি তাঁরা আমাদের শহর দখলের চেষ্টা করে, তবে তাঁদের কবর আমাদের মাটিতেই খোঁড়া হবে।’
বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেও সোচ্চার হন উদ্ধব।ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, গণতন্ত্রে ভোটাররা সরকার নির্বাচন করেন, কিন্তু আজ সরকার ভোটারদের নির্বাচন করছে। ঠাকরে বলেন, ‘ভুয়ো ভোটারদের অপব্যবহার করছে নির্বাচন কমিশনার। ফলে কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।’ কমিশনকে সতর্ক করে ঠাকরে বলেন, ‘লোকসভা নির্বাচনে জয়ের পর কেন্দ্রে আমরা সরকার গঠন করব এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের কাঠগড়ায় তুলব।’
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠাকরে বিজেপির আত্মনির্ভর ভারতের স্লোগানকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, ‘বিজেপি আত্মনির্ভর ভারতের ডাক দিলেও এখনও তারা স্বনির্ভর বিজেপি হয়ে উঠতে পারেনি। কারণ তারা দল ভাঙায় এবং ভোট চুরি করে।’
এই প্রসঙ্গে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই মন্তব্যের প্রতিবাদ করে বললেন, ‘আমরা যদি অ্যানাকোন্ডা মন্তব্য নিয়ে কথা বলি, তাহলে যে অন্যদের অ্যানাকোন্ডা বলছে, সে নিজেই আসলে অ্যানাকোন্ডা। সে মুম্বাইয়ের সম্পদকে শক্ত প্যাঁচে জড়িয়ে ধরেছিল। অ্যানাকোন্ডাদের বিশেষত্ব হল, তাদের খিদে কখনওই মেটে না। সে মুম্বাইয়ের সম্পদ গিলে ফেলেছে, মুম্বাইকেই গিলে ফেলেছে, এবং আরও অনেক জমি দখল করে নিয়েছে। ‘
মহারাষ্ট্রের রাজস্ব দপ্তরের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলেও শিব সেনা (ইউবিটি) প্রধানকে আক্রমণ করে, তাকে একটি পাইথন-এর সঙ্গে তুলনা করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘উদ্ধব ঠাকরে মুম্বইকে গিলে ফেলেছেন। তিনি একটা পাইথনের মতো, সাধারণ সাপ নয়। এই সাপ বাড়িতে বসে থাকে, সারাদিন ঘুমায়, সারাদিন খায়, এবং মুম্বাইকে ধ্বংস করেছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের মোকাবিলা করে ভারতকে শক্তিশালী করতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের জন্য কাজ করেছেন।’