জন্মদিনের শুভেচ্ছা জানাতে মোদীকে ফোন ট্রাম্পের

প্রতিনিধিত্বমূলক চিত্র

বুধবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫-তম জন্মদিন। তার আগের রাতে, মঙ্গলবার (ভারতীয় সময়), মোদীকে ফোন করে শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপের সময়, জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি দুই নেতা আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করেন।

এই বিষয়ে মোদী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানান। মোদী লেখেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা এবং কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

এছাড়াও, রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ট্রাম্পের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মোদী। তিনি লেখেন, ‘আমরা রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আপনার উদ্যোগকে সমর্থন করি।’ ১৭ জুনের পর ট্রাম্প ও মোদীর মধ্যে এটি প্রথম ফোনালাপ।


বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ট্রাম্প মোদীকে ফোন করেন, তবে মোদী ফোন তোলেননি এবং কথা বলেননি। বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে, মোদীর জন্মদিন উপলক্ষ্যে ট্রাম্পের ফোন কিছুটা ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে এই ফোনালাপের মাধ্যমে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনার উন্মোচন হতে পারে, বিশেষ করে বিশ্বরাজনীতিতে। ট্রাম্পের এই উদ্যোগ ভারত এবং আমেরিকার মধ্যে যোগাযোগ ও সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।