বিজেপিশাসিত রাজস্থানে গণপিটুনিতে মৃত্যু ট্রাকচালকের

প্রতীকী চিত্র

বিজেপিশাসিত রাজস্থানে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোহার রড, লাঠি, বেল্ট দিয়ে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে এক ট্রাকচালককে। নিহত ট্রাকচালকের নাম সময় দীন।মঙ্গলবার রাতে ওই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বিলাসপুরে, রাত সাড়ে ১১টা নাগাদ।

জানা গিয়েছে, ট্রাকটি পার্ক করে মোটর সাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন ওই ট্রাকচালক। চামরোদা এবং মঞ্চা গ্রামের মাঝামাঝি জায়গায় হঠাত তাঁর উপর চড়াও হয় প্রায় ১৭ জনের একটি দল। তাদের হাতে ছিল লোহার রড, লাঠি, বেল্ট। তারা ওই ট্রাকচালককে বেধড়ক মারধর করে। বছর ২৯-এর সময় দীনের সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় বলে জানিয়েছেন তাঁর ভাই তাহির। তাহিরের আরও অভিযোগ, আক্রমণের পরে ক্ষতবিক্ষত দীনকে ফের গ্রামের পঞ্চায়েত প্রধানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর উপর আরও নির্মমভাবে মারধর করা হয়। 
 
নিহত দীনের ভাই তাহির কিষাণগড় বাস থানায় অভিযোগ দায়ের করেছেন। তাহির জানিয়েছেন, দুষ্কৃতীরা তাঁকে মৃত মনে করে কিষাণগড় বাস সরকারি হাসপাতালের গেটের কাছে ফেলে রেখে যায়। হাসপাতালেই তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দীনের।
 
নিহতের পরিবারের দাবি, মৃত্যুর আগে অভিযুক্তদের সবার নাম বলেছেন সময় দীন। এদের সবাইকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। পুলিশ খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।