সল্টলেকে শুটআউট! তৃণমূল নেতাকে গুলি, ধরে ফেলতেই বাট দিয়ে আঘাত করে চম্পট দুষ্কৃতীরা

কলকাতার বুকে ফের শুটআউট! সাতসকালে সল্টলেকের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। দুষ্কৃতীদের ধরে ফেললে  বন্দুকের বাঁট দিয়ে প্রাক্তন কাউন্সিলরের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। তৃণমূল নেতাকে আঘাত করেই চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল নেতা নির্মল দত্তকে।

কারা বা কেন এই ঘটনা ঘটালো তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। সূত্রের খবর সোমবার সকাল ৭টা নাগাদ সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। নির্মল দত্তের স্ত্রী আলো দত্ত বর্তমানে কাউন্সিলার।

নিজের অফিসে ছিলেন নির্মল দত্ত। পুরকর্মীদের কাজ তদারকি করছিলেন তিনি। সেই সময় দুই যুবক সামনে থেকে গুলি চালায় বলে অভিযোগ। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে বেঁচে যান তৃণমূল নেতা। অভিযুক্তদের মুখে ছিল মাস্ক। প্রাক্তন কাউন্সিলরের পরিচিতদের সূত্রে খবর, কোনও রকমে অভিযুক্তের হাতটি ধরে ফেলেন তৃণমূল নেতা। সেই সময়ে তাঁর সঙ্গে অভিযুক্তদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বলে অভিযোগ।  অভিযুক্ত বন্ধুকের বাট দিয়ে প্রাক্তন কাউন্সিলরের মাথায় আঘাত করা হয় বলে পুলিশ সূত্রে খবর।


স্থানীয়রা দ্রুত নির্মল দত্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তৃণমূল নেতা জানিয়েছেন, ‘প্রায় তিন রাউন্ড গুলি চালানো হয়। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। ফলে কাউকে চেনা সম্ভব হয়নি।‘  তিনি আরও বলেন, ‘বছরখানেক আগেও ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই সময়েরই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছিলাম।‘  স্বাভাবিক ভাবেই হামলার ঘটনায় আতঙ্কিত তৃণমূল নেতা এবং তাঁর পরিবার। অন্যদিকে আগের ঘটনার সঙ্গে এদিনের ঘটনার কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।