বাড়ছে ট্রেনের ভাড়া

প্রতীকী ছবি।

বছর শেষ হওয়ার আগেই রেলযাত্রীদের জন্য খরচ বাড়ার খবর এলো। ভারতীয় রেল নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে যাত্রা আরও ব্যয়বহুল হতে চলেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন-এসি কোচে মেল ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়ানো হয়েছে। একইভাবে এসি কোচের ভাড়াও প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে চলতি বছরে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

অতিরিক্ত ব্যয় সামাল দিতে ভারতীয় রেল যাত্রীভাড়ায় সীমিত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ২১৫ কিলোমিটারের মধ্যে জেনারেল কামরায় ভ্রমণ করলে ভাড়া বাড়ানো হবে না, তবে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে জেনারেল কামরায় যাত্রার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বাড়বে। মেল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি ও এসি—উভয় শ্রেণিতেই প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, ফলে নন-এসি কোচে ৫০০ কিলোমিটার যাত্রায় যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে। শহরতলির ট্রেন এবং মান্থলি সিজন টিকিটের দামে কোনও পরিবর্তন আনা হচ্ছে না, যাতে নিত্যযাত্রীদের উপর বাড়তি চাপ না পড়ে।