ত্রিপুরার ধলাই জেলায় ভয়াবহ রেলদুর্ঘটনায় তৈরি হল চরম আতঙ্কের পরিবেশ। ধলাইয়ের এসকে পাড়া রেলস্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেন একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা মারে। ভয়ঙ্কর ওই সংঘর্ষে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। জেলা প্রশাসন এখনও মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। তবে উদ্ধারকারীরা বলছেন, ভ্যানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে একাধিক মানুষ গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রেললাইন পার হওয়ার সময় আচমকাই ট্রেনটি ছুটে আসে। কোনওরকম ব্রেক কষার সুযোগই মেলেনি। চলন্ত ট্রেনের ধাক্কায় পিকআপ গাড়িটি প্রায় সম্পূর্ণ চ্যাপ্টা হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন এবং পরে দমকল, অ্যাম্বুল্যান্স ও পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
রেলওয়ে সূত্রের দাবি, ওই লেভেল ক্রসিংয়ে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় গেটম্যান উপস্থিত ছিলেন কি না, সিগন্যাল সচল ছিল কি না– এইসব সামগ্রিক বিষয় তদন্তের আওতায় আনা হয়েছে। প্রশাসনের এক কর্তা জানান, ‘এই ধরনের দুর্ঘটনা রেলক্রসিং নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলে। প্রত্যেকটি দিক আমরা খুঁটিয়ে দেখছি।’
আহতদের দ্রুত ধলাই জেলা হাসপাতাল এবং আগরতলার জিবি পান্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ভ্যানটিতে ঠিক কতজন ছিলেন, তাঁদের পরিচয় কী, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এই লেভেল ক্রসিং বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বারবার অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান হয়নি। দুর্ঘটনার পর ক্ষোভ আরও বেড়েছে।
রেলওয়ে ও জেলা প্রশাসন যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ও প্রকৃত কারণ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য থেকে বিরত থাকছে কর্তৃপক্ষ।