সময় হয়েছে কংগ্রেসেরও একজন অমিত শাহকে আনার : মেহবুবা মুফতি

মেহবুবা মুফতি (Photo: IANS)

পিপল্স‌ ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি বৃহস্পতিবার কংগ্রেসকে উপদেশ দিলেন ট্যুইটের মাধ্যমে। ট্যুইটে মুফতি জানিয়েছেন কংগ্রেসের প্রয়োজন একজন বিজেপির মত অমিত শাহ।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অভিনন্দন জানান যখন লোকসভা নির্বাচনের ফলাফল ইঙ্গিত করছে আবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করতে চলেছে।

মিফতি ট্যুইটে লিখেছেন ‘নরেন্দ্র মোদিজীকে অভিনন্দন এমন অইতিহাসিক জয়ের জন্য। আজকের দিনটা বিজেপির ও তাদের মিত্রজোটদের। সময় হয়েছে কংগ্রেসেরও একজন অমিত শাহকে আনার’।


নির্বাচনে পদ্ম শিবিরের এই বিপুল সাফল্যের মূল কারিগর হল বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অপরদিকে কংগ্রেস এখনও ৫৫ আসন দখল করতে হিমসিম খাচ্ছে। ৫৫ তা আসন প্রয়োজন বিরোধী দলে নেতৃত্ব গ্রহন করার জন্য।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি অনন্তনাগ থেকে এবার নির্বাচনে লড়েছিলেন, হাসানাইন মাসুদীর কাছে পরাজিত হয়ে জান।

এই নিবন্ধটি লেখার সময় বিজেপি ৫৪২ আসনের মধ্যে ৩০০ আসনে এগিয়ে। কংগ্রেস ৫০ আসনে এগিয়ে ও ডিএমকে ২৩ আসনে এগিয়ে।

পশ্চিমবঙ্গে তৃণমূল ৪২-এ ২২ আসন নিয়ে এগিয়ে রয়েছে। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআরসি টিডিপি-কে পুরো ধ্বংস করে ২৫ আসনের মধ্যে ২৪ আসন নিয়ে এগিয়ে রয়েছে। বিজেপি মিত্রজোট শিবসেনা মহারাষ্ট্রে ১৮ আসন নিয়ে এগিয়ে, জেডিইউ ১৫ আসন নিয়ে বিহারে এগিয়ে। ওড়িশাতে বিজেডি ১৫ আসনে এগিয়ে। উত্তরপ্রদেশে ১১ আসনে এগিয়েছিল বিএসপি।