দিল্লির শাহিনবাগে বেআইনী দখল-বিরোধী অভিযান ঘিরে ধুন্ধুমার

দিল্লির শাহিনবাগে বেআইনি দখল – বিরোধী অভিযানকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হল এলাকায়। দক্ষিণ দিল্লি পুর নিগমের (এসডিএমসি) পক্ষ থেকে সোমবার সকালে এই দখল-বিরোধী অভিযান শুরু হয়।

কিন্তু অভিযান শুরু করতেই স্থানীয় বাসিন্দাদের তীব্র বিরোধিতার মুখে পড়েন নিগমের কর্মীরা।

এই শাহিনবাগেই এক বছর আগে নাগরিকত্ব সংশোধনী আইন ( সিএএ )-এর বিরোধিতায় রাস্তা জুড়ে অবস্থান বিক্ষোভ করেছিলেন আন্দোলনকারীরা।


সোমবার সকালে এসডিএমসি এই দখল বিরোধী অভিযান শুরু করে রীতিমতো প্রস্তুতি নিয়েই। আনা হয় বুলডোজার এবং জেসিবি। এ ছাড়া মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

ঘটনাস্থলে সকাল থেকে হাজির হন কংগ্রেস কর্মীরাও। অভিযান শুরু করতেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

তাঁরা বুলডোজারকে ঘিরে ধরে রাখেন। তাঁদের দাবি, তাঁরা বেআইনি ভাবে সরকারি জমি দখল করেননি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় আন্দোলনকারীদের। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় কয়েকটি নির্মাণ।

প্রসঙ্গত, দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত অভিযোগ করেন, ওই এলাকায় রোহিঙ্গা, বাংলাদেশি এবং সমাজবিরোধীদের বাস। এই অভিযোগের পরই দখল-বিরোধী অভিযানের পরিকল্পনা করে এসডিএমসি।

যদিও পুর নিগম জানিয়েছে, তারা এই অভিযান করছে মূলত সরকারি রাস্তা থেকে বেআইনি দখল হঠাতে। শাহিনবাগে গত ৫ মে অভিযানের পরিকল্পনা করে নিগম। কিন্তু পর্যাপ্ত পুলিশ না থাকায় তা শুরু করা যায়নি।

এর আগে, উত্তর দিল্লি পুর নিগমের পক্ষ থেকে জাহাঙ্গিরপুরীতে বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ভেঙে দেওয়া হয়েছিল। তা নিয়েও উত্তেজনা তৈরি হয়।

এসডিএমসি-র এই অভিযানের বিরুদ্ধে গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সিপিএমের হকার সংগঠন। শীর্ষ আদালত বিষয়টি নিয়ে হাই কোর্টে আবেদন করতে বলেছে।