পহেলগামে জঙ্গি হামলায় বরাতজোরে প্রাণে বেঁচে গেলেন কেরল হাইকোর্টের তিন বিচারপতি। ঘটনার ঠিক কয়েকঘন্টা আগে তাঁরা সেখানে গিয়েছিলেন। ওই তিন বিচারপতির নাম অনিল কে. নরেন্দ্রন, জি. গিরীশ এবং পি. জি. অজিতকুমার। গত ১৭ এপ্রিল তাঁরা কাশ্মীরে বেড়াতে আসেন। ২১ এপ্রিল পহেলগামে ওঠেন। সেদিনই স্থানীয় মন্দির সহ একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখেন। এরপর মঙ্গলবার ঘটনার দিন তাঁরা সকাল সাড়ে ৯টা নাগাদ সেখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ২টো নাগাদ শ্রীনগরে পৌঁছে যাওয়ার পর আড়াইটে নাগাদ পহেলগামে জঙ্গি হামলার ঘটনা ঘটে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেরালার আইন মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিচারপতিরা ও তাঁদের পরিবার নিরাপদে আছেন জেনে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষকে লক্ষ্য করে এতোবড় হামলা আর দেখা যায়নি। প্রশাসন জানিয়েছে, সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই হামলার তদন্ত শুরু হয়েছে।’
এ ব্যাপারে বিচারপতি অনিল নরেন্দ্রন সংবাদ মাধ্যমকে জানান, “সোমবার আবহাওয়া ভালোই ছিল। আমরা বেশিরভাগ দর্শনীয় স্থান ঘুরে নিই। গাড়ির চালক আরও কয়েকটি জায়গা দেখানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে আমি ডাল লেকে বোট রাইডের জন্য আগে ভাগে শ্রীনগর ফিরে এসেছিলাম। আর সেই সিদ্ধান্তই হয়তো আমাদের প্রাণ বাঁচিয়ে দিল।”
বিচারপতি অজিতকুমার বলেন, “আমরা দুপুর ২টা নাগাদ শ্রীনগর পৌঁছই, আর ঠিক সেই সময়ে জঙ্গি হামলা ঘটনা ঘটে। পরে হোটেলে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়, যিনি ঘটনাস্থল থেকে কোনোরকমে বেঁচে ফিরেছেন। তাঁর মুখে ঘটনার বিবরণ শুনে শিউরে উঠি।”