কৃষকদের হয়ে টুইট করার জন্য এবার সচিনকে অনুরােধ আম আদমি পার্টির

শচিন তেন্ডুলকর (File Photo: IANS)

কৃষক বিক্ষোভ নিয়ে ‘ইন্ডিয়া টুগেদার’ এবং ইন্ডিয়া এগেনস্ট প্রােপাগান্ডা হ্যাশট্যাগে টুইট করার পর থেকেই দেশজুড়ে বিস্তর সমালােচনার মুখে পড়েছিলেন সচিন তেন্ডুলকর। কৃষকদের হয়ে টুইট করুন সচিন-আম আদমি পার্টির তরফে এই আবেদন করা হয়েছে সচিন তেণ্ডুলকরকে।

সােমবার সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডলে সচিনের উদ্দেশে একটি খােলা চিঠি লিখেছিলেন আপ নেত্রী প্রীতি শৰ্মা মেনন। সেখানেই তিনি সচিনকে কৃষকদের পক্ষে টুইট করতে আবেদন করেছেন।

সােলাপুর থেকে সচিনের বাড়ি আসা ওই যুবকের অনুরােধের বিষয়টিও তুলে ধরা হয়েছে চিঠিতে। চিঠিতে সচিনের উদ্দেশে লেখা হয়েছে, ‘আপনি ভারতের গর্ব। দেশের ১৩০ কোটি মানুষ আপনার জন্য প্রার্থনা করে, কীসে, আপনার সাফল্যে খুশি হয়।