করােনা আবহের কারণে এবার সাধারণতন্ত্র দিবস প্রধান অতিথিহীন 

প্রতিকি ছবি (Photo: iStock)

করােনা আবহের কারণে আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনও বিদেশি রাষ্ট্রনেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন না। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানাে হয়েছে।

মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠকে বলেন, করােনার কারণেই কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান এবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন উপস্থিত থাকতে পারবেন বলে জানানাে হয়েছিল। কিন্তু করােনা ভাইরাসের নয়া স্ট্রেনের সংক্রমণের কারণে তা বাতিল করে দেওয়া হয়। 

এরপর প্রধান অতিথি হিসেবে দক্ষিণ আমেরিকার দ্বীপরাষ্ট্র সুরিনামে ভারতীয় বংশােদ্ভূত প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ সন্তোখির নাম জানানাে হয়েছিল প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে। কিন্তু এক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াল করোনা।