সবরমতি নদীতে মিলল করােনা ভাইরাস

প্রতীকী ছবি (Photo: IANS) being buried in sand on river side.

এবার করােনা ভাইরাসের হদিশ মিলল আমেদাবাদের সবরমতি নদীতে। এছাড়াও এই শহরের দুই হ্রদ কাকরিয়া এবং চান্দোলার জল থেকেও করােনা ভাইরাস মিলেছে বলে দাবি করা হচ্ছে। এই প্রথম দেশে কোনও নদীতে করােনা ভাইরাসের হদিশ পাওয়া গেল।

ইতিমধ্যে গান্ধিনগর আইআইটি জওহরলাল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্স সবরমতি নদী এবং দুই হ্রদের জলের নমুনা সংগ্রহ করেছে।

গান্ধিনগর আর্থ সায়েন্সের বিভাগের অধ্যাপক মণীশ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নদী এবং হ্রদে সার্স কোভিড-২ ভাইরাসের। উপস্থিতি রয়েছে, যা থেকে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ২০১৯ এর সেপ্টেম্বরের ৩ তারিখ এবং ডিসেম্বরের ২৯-এর মধ্যে সপ্তাহে একবার সবরমতি নদী এবং কাঁকরিয়া ও চান্দোলার হ্রদ থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।


চান্দোলার থেকে ৫৪৯ এবং ককরিয়া হ্রদ থেকে ৪০২ এবং সবরমতি নদী থেকে ৬৯৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে উত্তরপ্রদেশের গঙ্গায় করােনা রােগীর মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল।

তখনই প্রশ্ন উঠেছিল, নদীর জলে করােনা ভাইরাস রয়েছে কিনা। এবার সেই আশঙ্কাই সত্যি হল। সবরমতি নদীর জলে পাওয়া গেল প্রাণঘাতী করােনা ভাইরাস।