রাজ্যকে বলা হচ্ছে ভ্যাকসিন নেই, কিন্তু বেসরকারি হাসপাতাল পাচ্ছে কীভাবে

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিসােদিয়া। (Photo: IANS)

ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়ে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিসােদিয়া। তার প্রশ্ন, রাজ্যগুলিকে বলা হচ্ছে ভ্যাকসিন নেই, কিন্তু বেসরকারি হাসপাতালগুলি কীভাবে ভ্যাকসিন পাচ্ছে?

এক সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তােলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ১৮ থেকে ৪৪ বছর বয়সী নাগরিকদের টিকাকরণ জুনের ১০ তারিখের পর শুরু হবে। তাও আবার অল্প সময়ে। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য ৫.৫ লক্ষ টিকা পাবে দিল্লি। কিন্তু ভ্যাকসিনের জোগান নেই। চুপ করে বসে রয়েছে কেন্দ্র।

পরিসংখ্যান বলছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য দিল্লিতে ৯২ লক্ষ মানুষের জন্য ১.৮৪ কোটি ডোজ প্রয়ােজন। কিন্তু কেন্দ্র এপ্রিলে দিয়েছে মাত্র সাড়ে চার লক্ষ। মে মাসে দিয়েছে ৩.৭ লক্ষ। আর এখন কেন্দ্র বলছে, ১০ জুনের পর ৫.৫ লক্ষ ডােজ দেওয়া হবে। তাহলে টিকাকরণ চলবে কী করে?