মুম্বইয়ে দেশের দীর্ঘতম অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুম্বই, ১২ জানুয়ারি:  আজ, শুক্রবার দেশের দীর্ঘতম অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু প্রতীক্ষিত মুম্বই ও নবি মুম্বইয়ের সংযোগকারী এই সেতুর উদ্বোধনের ফলে ২ ঘটার দীর্ঘ পথ মাত্র ২০ মিনিটে অনায়াসে অতিক্রম করা যাবে। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ২১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মিত হয়েছে। যার সাড়ে ষোল কিলোমিটার নির্মিত হয়েছে আরব সাগরের ওপর। আজ উদ্বোধন হলেও সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। তখন এই সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, রাজ্যপাল রমেশ বাইস এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

জানা গিয়েছে, ৬ লেনের এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার যান চলাচল করতে পারবে। দক্ষিণ মুম্বইয়ের সেওরি থেকে এই সেতুটি শুরু হয়েছে। সেতুটি স্পর্শ করেছে থানে, ক্রিক, শিবাজি নগর, জসসি পেরিয়ে নভি মুম্বইয়ের চার্লি-তে শেষ হয়েছে। এটি দেশের দীর্ঘতম সমুদ্র সেতু। এবং এমটিএইচএল বিশ্বের দ্বাদশ দীর্ঘ সমুদ্র সেতু। এই সেতু নির্মাণে ১৭৭৯০৩ মেট্রিক টন লোহা ব্যবহার করা হয়েছে। যার ওজন প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে গুণ বেশি। এই সেতুর মাধ্যমে মুম্বই থেকে আরও কম সময়ে পুনে, গোয়া ও দক্ষিণ ভারতে পৌঁছনো যাবে। উন্নতি হবে পর্যটন শিল্পের।