প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসীতে মধুচক্রের আসর। বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌন চক্র চালানোর হদিশ মিলেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। সোমবার রাতে সেখানে হানা দিয়ে ৯ জন মহিলা ও ৪ জন পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, স্পা সেন্টারের আড়ালে মধুচক্রের আসর বসাতো অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে, বিজেপি নেত্রী শালিনী যাদবের স্বামী অরুণ যাদবের নামে এই ফ্ল্যাটের মালিকানা রয়েছে। মধুচক্রের সঙ্গে বিজেপি নেত্রীর নাম জড়িয়ে পড়তেই সরব হয়েছেন বিরোধীরা।
সিগরার এই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে একাধিক ফোন ও বেশ কিছু সামগ্রী। জানা গিয়েছে, আশেপাশের জেলা থেকে আসা মহিলাদের এখানে যাতায়াত ছিল। ভাড়ার ফ্ল্যাটে চলত মধুচক্র। বিজেপি নেত্রী, তাঁর স্বামী বং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান, এই চক্রের জাল অনেক দূর ছড়িয়েছে। সিগরার পাশাপাশি মাহমুরগঞ্জ,ভেলুপুর, এবং ক্যান্টনমেন্ট এলাকার কয়েকটি স্পা-তেও হানা দেয় পুলিশ।
প্রসঙ্গত, শুরুতে প্রথমে কংগ্রেসের টিকিটে কাশীতে পুরসভার নির্বাচনে লড়েছিলেন শালিনী। পরের দিকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। এরপর বিজেপিতে নাম লেখান তিনি। ২০২৩-এর ২৪ জুলাই বিজেপিতে যোগ দেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেত্রী দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে খবর রটানো হচ্ছে।
যাঁরা এই ধরণের খবর রটাচ্ছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেত্রী। শালিনীর স্বামী অরুণ যাদবের বক্তব্য, ফ্ল্যাটটি তাঁর নামে থাকলেও ১৯৯৬ সাল থেকে তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়ে রেখেছেন। এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। ,