পেট্রলের দাম আট টাকা কমিয়ে দিল তৃণমূলের ‘বন্ধু’ দিল্লি সরকার

প্রতীকী ছবি (Photo:SNS)

পেট্রলের ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১০.৪০ শতাংশ করার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। বুধবার এই ভ্যাট কমার ফলে দিল্লিতে পেট্রল প্রতি লিটারে দাম কমছে আট টাকা করে। আজ মাঝরাত থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

তবে দিল্লিতে দাম কমলেও সারা দেশে জ্বালানির দাম টানা ২৭ দিন ধরে অপরিবর্তিত রয়েছে। এর আগে ৪ নভেম্বর পেট্রল ও ডিজেলে কর কমেছিল। সেই থেকেই রেকর্ডছোঁয়া চড়া দাম কিছুটা কমে এক জায়গায় রয়েছে। ই

ন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রলের দাম ১০৩.৯৭ টাকা এবং ডিজেল লিটারপ্রতি ৮৬.৬৭ টাকা। অন্যদিকে মুম্বইয়ে দাম সর্বোচ্চ। পেট্রল ১০৮,৯৮ প্রতি লিটার এবং ডিজেল ৯৪.১৪ টাকা প্রতি লিটার। ভ্যাটের কারণেই বিভিন্ন রাজ্যে দামের এমন তারতম্য দেখা যাচ্ছে।