ওয়েনাড়ের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা চারশো ছাড়াল
SNS
Wayanad, Jul 30 (ANI): A rescue operation is underway after massive landslides hit the Meppadi area triggered by torrential rains, which claimed the lives of 11 people and injured several others, in Wayanad on Tuesday. (ANI Photo)
ওয়েনাড়, ৬ আগস্ট –ভূমিধসবিধ্বস্তকেরলেরওয়েনাড় এখন যেন এক পোড়ো ভূমি। এখনওসেখানেউদ্ধারকাজচালিয়েযাচ্ছেবিভিন্নউদ্ধারকারী দল। বিভিন্নজায়গায়ধ্বংসস্তূপসরিয়েপ্রাণেরসন্ধানেদিন– রাত এক করে কাজ চাসিয়েযাচ্ছেন তাঁরা। দুর্ঘটনারপর আট দিন পেরিয়েযাওয়ারপরজীবিতপ্রাণেরসন্ধান পাওয়া খুবই কঠিন। তবুবিরামহীনপ্রচেষ্টাচালিয়েযাচ্ছেন উদ্ধারকারীরা, এখনও ধুকধুক আশায়বেঁচে থাকা প্রিয়জনেরাও। মঙ্গলবারওবেশকয়েকটি দেহ উদ্ধার হয়েছে। মিলেছে কিছু দেহাংশ। সংবাদসংস্থাসূত্রেখবর , ওয়েনাড়েরভূমিধসেরঘটনায়মৃতেরসংখ্যাবেড়ে৪০৪–এদাঁড়িয়েছে ।
একটিরাতেইসম্পূর্ণওলোটপালোটহয়েগিয়েছিলদক্ষিণেররাজ্যকেরলের ওয়েনাড়। একেরপর এক ভূমিধসেজমিরসঙ্গেমিশেগিয়েছিলওয়েনাড়ের চারটি গ্রাম। কফির বাগিচা, বাড়িঘর, দোকানপাট এক লহমায় ধূলিসাৎ হয়েমিশেযায়মাটির সঙ্গে। এখন সেখানেচলছেশেষপর্যায়ের উদ্ধারকাজ। উদ্ধারকারীদলেরসদস্যেরা এখন ওয়েনাড়ের দুর্গম এলাকায়পৌঁছনোর চেষ্টা করছেন। এই দফায়চালিয়ারনদীরঅববাহিকায়হেলিকপ্টারেকরেপৌঁছে দেওয়া হবেউদ্ধারকারীদলের সদস্যদের। কারণ ওইএলাকায়উদ্ধারকাজচালানো এখন বড় চ্যালেঞ্জ। তবে সেইএলাকায়উদ্ধারকাজকরতেবেশিবাহিনীপ্রথমদফায়পাঠানোহবে না। উদ্ধারকাজেমোতায়েন করা হয়েছেবিশেষ বাহিনী। প্রয়োজনেসেখানেআরওসদস্যমোতায়েন করা হতে পারে।
উদ্ধারকাজেরসপ্তমদিনেছ’টি দেহ উদ্ধার করেছে জাতীয় মোকাবিলা বাহিনী। সোমবার৩০টি দেহ এবং ১৫০-এর বেশিদেহাংশ উদ্ধার হয়। ওয়েনাড়েরএডিজিপিএমআরঅজিতকুমার জানিয়েছেন, তল্লাশি অভিযান শেষ পর্যায়ে। মাটিরপ্রায়৫০মিটারনীচেধসে যাওয়া জায়গায় অনুসন্ধান চলছে। চালিয়ারনদীরঅববাহিকাই এখন তাঁদের নজরে।
ওয়েনাড়েরউদ্ধারকাজেরদায়িত্বপ্রাপ্তওই আধিকারিক জানান, নদীরতীরবর্তী দুর্গম এলাকায়স্থানীয়স্বেচ্ছাসেবকদেরপাঠানোহচ্ছে না। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরাসিদ্ধান্তনিয়েছিপুলিশ এবং সেনাবাহিনীরদু’টি দল তৈরি করা হবে । তাদেরবিমানেকরেওই দুর্গম এলাকায়পাঠানো হবে। যদিকোনওমৃতদেহখুঁজে পাওয়া যায়, তবে তা এয়ারলিফ্ট করা হবে।’’
ভূমিধসেরপরথেকেইকার্যতবিচ্ছিন্নসড়কযোগাযোগ ব্যবস্থা। ফলেভরসা এখন ড্রোন। দুর্গম এলাকায়উদ্ধারকারী দল ও ত্রাণকর্মীদের খাবার পৌঁছেদিচ্ছে ড্রোন। প্রসঙ্গত, গত মঙ্গলবারভোরে ধস নেমেছিল ওয়েনাড়ে। তার পর থেকে এক নাগাড়েচলছে উদ্ধারকাজ।ওয়েনাড়েরভূমিধসেরঘটনায়মৃতেরসংখ্যাচারশো ছাড়াল
ওয়েনাড়, ৬ আগস্ট – ভূমিধসবিধ্বস্তকেরলেরওয়েনাড় এখন যেন এক পোড়ো ভূমি। এখনওসেখানেউদ্ধারকাজচালিয়েযাচ্ছেবিভিন্নউদ্ধারকারী দল। বিভিন্নজায়গায়ধ্বংসস্তূপসরিয়েপ্রাণেরসন্ধানেদিন–রাত এক করে কাজ চাসিয়েযাচ্ছেন তাঁরা। দুর্ঘটনারপর আট দিন পেরিয়েযাওয়ারপরজীবিতপ্রাণেরসন্ধান পাওয়া খুবই কঠিন। তবুবিরামহীনপ্রচেষ্টাচালিয়েযাচ্ছেন উদ্ধারকারীরা, এখনও ধুকধুক আশায়বেঁচে থাকা প্রিয়জনেরাও। মঙ্গলবারওবেশকয়েকটি দেহ উদ্ধার হয়েছে। মিলেছে কিছু দেহাংশ। সংবাদসংস্থাসূত্রেখবর , ওয়েনাড়েরভূমিধসেরঘটনায়মৃতেরসংখ্যাবেড়ে৪০৪–এদাঁড়িয়েছে ।