দেশে বেসরকারি রাইড হেলিং অ্যাপস যেমন ওলা-উবারের জনপ্রিয়তা বেড়ে গেলেও নানা অভিযোগ প্রায়ই শোনা যায়। সেই সব অভিযোগের সমাধান এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবার আসছে সরকারি সমবায় ক্যাব পরিষেবা— ভারত ট্যাক্সি। এটি বেসরকারি অ্যাপ পরিষেবাগুলোর জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গিয়েছে, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক এবং জাতীয় ই-গভর্নেন্স বিভাগ (এনইজিডি) যৌথভাবে এই পরিষেবা গঠন করেছে। কেন্দ্রীয় সহকারী ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেডের সঙ্গে মউ স্বাক্ষর করে এটি সমবায় ভিত্তিতে পরিচালিত হবে। চালকরাও গাড়ির মালিকদের সঙ্গে সমবাহক হিসেবে কাজ করবেন। সংস্থাটির সব কার্যক্রমের তদারকি করবে সরকার দ্বারা গঠিত একটি কাউন্সিল।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারত ট্যাক্সি হতে যাচ্ছে দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা। ২০২৬ সালের মার্চের মধ্যে সমস্ত মেট্রো শহরে এটি চালু করার লক্ষ্য রয়েছে। তার আগে নভেম্বর মাসে দিল্লিতে পাইলট প্রকল্প শুরু হবে। পাইলট প্রকল্পে ৬৫০ জন চালক ও গাড়ির মালিক অংশ নেবেন। সমবায় ক্যাব পরিষেবার জন্য ৬৫০টি গাড়ি বরাদ্দ করা হয়েছে।
ডিসেম্বর থেকে পরিষেবাটি ধীরে ধীরে সম্প্রসারিত হবে এবং অন্যান্য শহরেও চালু হবে। ডিসেম্বরের মধ্যে প্রায় ৫ হাজার চালক এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এক লক্ষ চালককে এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে, যার ফলে জেলা সদর ও গ্রামীণ এলাকার সাধারণ মানুষও নিরাপদ ও সুবিধাজনক ক্যাব পরিষেবা পাবেন।