মােদি সরকারের উদাসীনতার কারণে দেশ ডুবে যাচ্ছে: সােনিয়া 

সোনিয়া গান্ধি (File Photo: IANS)

দেশের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস সভানেত্রী সােনিয়া গান্ধি কেন্দ্রের মােদি সরকারকে একহাত নিয়ে বলেন, ‘দেশে করােনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ভাইরাস সংক্রমণ সামলাতে কেন্দ্র ব্যর্থ হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের দৌলতে দেশ পঙ্গু হয়ে গেছে। দেশের নাগরিকদের প্রতি এদের কোনও সহানুভূতি নেই।’ 

তিনি বলেন, ‘নরেন্দ্র মােদি সরকারের উদাসীনতার কারণে দেশ ডুবে যাচ্ছে। দেশের কোভিড পরিস্থিতি সামলানাের জন্য একজন যােগ্য ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের প্রয়ােজন। দেশকে শুধু করােনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করলে চলবে না, রাজনৈতিক ভিন্নতার বিরুদ্ধেও লড়াই করতে হবে।’ 

তিনি বলেন, করােনা পরিস্থিতি নিয়ে আলােচনার জন্য মােদি প্রশাসনের দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। দেশে ভয়াহু কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে স্ট্যান্ডিং কমিটি আহ্বান করা প্রয়ােজন।’ 


পাশাপাশি, দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে দলের পারফরমেন্স হতাশাজনক বলে মন্তব্য করেন কংগ্রেস সভানেত্রী সােনিয়া গান্ধি। তিনি বলেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দল রীতিমতাে একটা বড় ধাক্কা খেয়েছে, আর এই ধাক্কা থেকেই দলের নেতা কর্মীদের সংগঠিতভাবে শিক্ষা নেওয়া উচিত। 

ভিডিও কনফারেন্সে তিনি দলের সাংসদদের বলেন, দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে দলের ফলাফল নিয়ে পর্যালােচনা করতে দ্রুত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হবে। 

তিনি বলেন, ‘দুভার্গ্যজনক ঘটনা হল, সবকটি রাজ্যে আমাদের পারফরমেন্স হতাশাজনক ছিল। আমি এটাও বলতে পারি, অপ্রত্যাশিতও ছিল। পশ্চিমবঙ্গে ২১৩ টি তৃণমূল, বিজেপি ৭৭ টি আসন পেয়েছে। অসমে ২৯ টি আসনে জিতেছে। কিন্তু বিরােধী জোট বিজেপি’কে চ্যালেঞ্জ দিতে পারেনি। বিধানসভা ভােটে দল ধরাশায়ী হওয়ার পর সােনিয়া গান্ধি প্রথমবার দলের সাংসদদের সঙ্গে অভ্যন্তরীন বৈঠক করেন।