বিতর্কের জেরে সরানাে হল ভারতের টুইটার প্রধানকে

প্রতীকী ছবি (File Photo: iStock)

টুইটার এবং সেই সঙ্গে কেন্দ্র এবং বিরােধী চাপানউতােরের মধ্যে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল টুইটার কর্তৃপক্ষ। ভারতের টুইটারের ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে আমেরিকায় বদলি করল এই মাইক্রো ব্লগিং সংস্থা। টুইটারের সানফ্রান্সিকো দফতরে তাকে বদলি করা হয়েছে।

মণীশ তার নতুন পদে গিয়ে আপাতত রাজস্ব এবং রেভিনিউ আয়ের কৌশল ঠিক করবেন। টুইটার ইন্ডিয়া আপাতত ঠিক করেছেমণীশের পদে কাউকে নিয়ােগ করবে না। টুইটারে জাপান এবং এশিয়া প্যাসিফিক ভাইস প্রেসিডেন্ট ইউ সাসামােতাে সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, মণীশ মাহেশ্বরীর বিরুদ্ধে ভারতে বেশ কয়েকটি মামলা চলছে। একদিকে রাহুল গান্ধির পােস্ট নিয়ে বিতর্ক, অন্যদিকে ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন নিয়ে চলা কেন্দ্রের মােদি সরকারের সঙ্গে টুইটার ইন্ডিয়ার দীর্ঘ কয়েক মাস ধরে টানাপােড়েন চলছে। তারই মধ্যে এই সিদ্ধান্ত নিল টুইটার ইন্ডিয়া।