এই মুহূর্তে রাজ্যে চলছে এস আই আর, যার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৪ ই ফেব্রুয়ারী। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহেই কমিশনের ফুল বেঞ্চ আসতে চলেছে রাজ্যে। আর তারপরেই আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তাই হাতে মাত্র আর কটা দিন তারপরেই দামামা বেজে যাবে ভোটের এই রাজ্যে। কিন্তু তার আগেই নির্বাচন কমিশন এখন থেকেই একের পর এক প্রস্তুতি সেরে রাখছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট এবার পাঠাতে হবে প্রতি সপ্তাহে নির্বাচন কমিশনের কাছে। শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সব জেলা শাসকের কাছে।
আগামী সোমবার ৫ই জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে সব জেলা শাসকেরা রিপোর্ট পাঠাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তারপর সেই রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনের কাছে। বিগত দিনের নির্বাচনের মতোই এবারও নির্বাচন কমিশন একই পদক্ষেপ করতে চলেছে কিন্তু এবার সেই পদক্ষেপ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে কমিশন। অর্থাৎ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কমিশন কোনোভাবেই ভরষা করতে পারছে না সেইজন্যই এতো আগে থেকেই এই পদক্ষেপ কমিশনের বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
পাশাপাশি ভোটের আগে নিয়োগ করা হয়েছে ২৫ টি নোডাল এজেন্সি, তারাও কাজ শুরু করতে চলেছে আগামী ৫ই জানুয়ারি সোমবার থেকে এবং এই নিয়ে প্রত্যেক জেলায় জেলা শাসকের নেতৃত্বে একটি আলাদা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারমানে কমিশনের নজরে পশ্চিমবঙ্গের নির্বাচন। এখন থেকেই কমিশন রীতিমতো যে তৎপরতা শুরু করেছে তা নির্বাচনের আগে এক অন্য আকার নেবে সেই ছবি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। কমিশনের এক কর্মকর্তা জানান আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কমিশন এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে এই রাজ্যে।