বুদ্ধিজীবীদের অহিষ্ণুতার অভিযােগ ওড়ালো কেন্দ্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষান রেড্ডি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (Photo: IANS/PIB)

দেশে ‘জয় শ্রীরাম’ নিয়ে বুদ্ধিজীবীদের অহিষ্ণুতার অভিযােগ ওড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গােটা দেশে গণপিটুনি এবং অসহিষ্ণুতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার বুদ্ধিজীবীদের একাংশ।

সেই সঙ্গে সাংবিধানিক মূল্যবােধ ও আইনের শাসন ও ধর্মনিরপেক্ষতার পথ থেকে ভারত দ্রুত সরে আসছে বলে চিঠিতে অভিযােগ করেছেন।

কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক পুরাে অভিযােগটাই ভিত্তিহীন বলে জানিয়েছে। এরকম পরিস্থিতি দেশে তৈরি হয়নি বলে দাবি করেছে মন্ত্রক। দেশে ঘটে চলা অসহিষ্ণুতা প্রসঙ্গে বাংলা থেকে বুদ্ধিজীবীদের একাংশ চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন , গৌতম ঘােষ সহ প্রায় ৪৯ জন বুদ্ধিজীবী চিঠিতে সই করেছেন।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, ‘অসহিষ্ণুতার মতাে কোনও রিপাের্ট নেই সরকারের কাছে। বুদ্ধিজীবীদের দাবির নেপথ্যে কোনও পােক্ত ভিত্তিও নেই। দেশের সংবিধানের মূল্যবােধ বাঁচিয়ে রাখতে সরকার বদ্ধপরিকর। দেশে কারফিউ জারির মতাে পরিস্থিতি কোথাও তৈরি হয়নি’।

বুধবার রাজ্যসভায় অধিবেশন চলাকালীন জিরাে আওয়ারে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষান রেড্ডি জানিয়েছেন, সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ‘জিরাে টলারেন্স’ নীতি নিয়ে চলছে কেন্দ্র সরকার। দেশজুড়ে আগের চেয়ে সাম্প্রদায়িক হিংসার ঘটনা কমেছে’।

২০১৩ সালে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে ৮২৩টি। সেই সংখ্যা কমে ২০১৮-তে দাঁড়িয়েছে ৭০৮। রাজ্যসভায় গণধােলাই নিয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ প্রশ্ন রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষান রেড্ডির কাছে। নবির প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘গণধােলাইয়ের ঘটনায় নির্দিষ্ট কোনও ধারা নেই। পশ্চিমবঙ্গ এবং কেরলের মতাে রাজ্যে গণপিটুনির মতাে ঘটনা ঘটছে।

 

পড়ুন । অসহিষুতা ইস্যুতে নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন বুদ্ধিজীবীরা