ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে বাংলার ৭৫ তীর্থযাত্রী বোঝাই বাস

প্রতীকী ছবি (File Photo: iStock)

ঝাড়খণ্ডের হাজারিবাগে দুর্ঘটনার কবলে বাংলার একটি তীর্থযাত্রী বোঝাই বাস। আজ, বুধবার এই খবর জানিয়েছে সে রাজ্যের পুলিশ। গত সোমবার রাতে এই ঘটনাটি ঘটে ২ নং জাতীয় সড়কের ধানুয়া ভানুয়া ঘাটে।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে এখানে রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়েছিল। সে সময় চলন্ত বাসটি ট্রাকটিকে ধাক্কা মারে। ঘটনায় বাসের ৭৫ জন যাত্রী যখম হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

তাঁরা এখন হাজারিবাগ মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন। বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বাসটিকে আটক করে একটি মামলা দায়ের করেছে।


উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে তীর্থযাত্রী বোঝাই এই বাসটি বিহারের বুদ্ধগয়ায় যায়। সেখান থেকে ফিরে উত্তরপ্রদেশের বৃন্দাবনের দিকে রওনা হয়। সেসময় ঝাড়খণ্ডের চৌপারণ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।