বায়ুসেনা পাচ্ছে দেশীয় প্রযুক্তির তেজস এমকে ওয়ান-এ

ফাইল চিত্র।

শত্রুর মোকাবিলায় ভারতীয় বায়ুসেনার হাতে আসছে নতুন মারণ অস্ত্র। তেজস এমকে ওয়ান-এ নামে এই ‘মাল্টিরোল’ যুদ্ধবিমান দেশীয় প্রযুক্তির তৈরি। কার্যত বায়ুসেনাকে আরও শক্তিশালী করতেই এই পরিকল্পনা। জোরকদমে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে সমান পারদর্শী। প্রতি ঘণ্টায় প্রায় ২২০০ কিলোমিটার (১.৮ ম্যাক) গতিতে উড়তে সক্ষম। এই বিমান ঘন্টায় ১৮৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ৭ হার্ডপয়েন্ট, ২৩ মিলিমিটার জিএসএইচ-২৩, অস্ত্র বিভিআর ক্ষেপণাস্ত্র, ব্রহ্মস-এনজি এবং গাইডেড বোমা বহনে সক্ষম এই বিমান। এ ছাড়াও রয়েছে ইজ়রায়েলি এইএসএ রেডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট।

জানা গিয়েছে, নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে এই ‘মাল্টিরোল’ যুদ্ধবিমান তেজস এমকে ওয়ান-এ। প্রথম তেজস এমকে ওয়ান-এ বিমান জুন মাসের শেষের দিকে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হতে পারে। তারই প্রস্তুতি চলছে। তেজসের এমকে ওয়ান-এর উন্নত সংস্করণ এই যুদ্ধবিমান। এটি বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) একটি যুদ্ধবিমান। মিগ ২১-এর মতো পুরনো যুদ্ধবিমানের জায়গায় এই বিমানকে কাজে লাগানো হতে পারে বলে সূত্রের খবর। নাসিকে হ্যালের কারখানায় প্রতি বছর পাঁচটি তেজস এমকে ওয়ান-এ যুদ্ধবিমান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরে সেই উৎপাদনক্ষমতা আরও বাড়িয়ে ৮টি করা হতে পারে।

সামরিক অস্ত্র হোক বা সরঞ্জাম, এ ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার প্রক্রিয়া অনেক আগেই শুরু করে দিয়েছে ভারত। তাই ‘মেক ইন ইন্ডিয়া’-র আওতায় তৈরি যুদ্ধবিমান এ বার বায়ুসেনার হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সেজন্য সামরিক সরঞ্জাম প্রস্তুতিতে বিদেশের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে উৎপাদনের উপর গুরুত্ব বাড়ানো হচ্ছে। সেই উদ্যোগের ফলশ্রুতি হিসেবে খুব শীঘ্রই বায়ুসেনার হাতে এই যুদ্ধ বিমান তুলে দিতে পারে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। এমনটাই সূত্রের খবর।


প্রসঙ্গত পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত হানতেই শুরু হয় বায়ুসেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযান। সেই অভিযানের বদলা নিতে পাক সেনাবাহিনী পাল্টা হামলা চালাতেই শুরু হয় দুই দেশের যুদ্ধ পরিস্থিতি। চার দিনের সেই সাময়িক যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করার পর ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। সেজন্য নতুন নতুন প্রযুক্তির সামরিক সরঞ্জাম বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তেজস এমকে ওয়ান-এ যুদ্ধ বিমান সেই উদ্যোগেরই একটি অংশ।