কোভিড পরিস্থিতি নিয়ে আলােচনা করতে সর্বদলীয় বৈঠকের আহ্বান ঠাকরের

উদ্ধব ঠাকরে (Photo: IANS)

রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালােচনার জন্য সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠকের আয়ােজন করা হয়। শনিবার রাত থেকে সােমবার ভাের পর্যন্ত লকডাউন ঘােষণা করা হয়েছে।

মহারাষ্ট্রে নতুন করে ৫৮৯৯৩ জন কোভিড সংক্রামিত হয়েছে। ৩০১ জনের মৃত্যু হয়েছে। লকডাউন চলাকালীন খাদ্য সামগ্রী সহ প্রয়ােজনীয় জিনিষপত্র সরবরাহ চালু থাকার পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের প্রীক্ষা কেন্দ্রে যাওয়ায় ছাড় দেওয়া হয়েছে।

সপ্তাহান্তের কঠোর লকডাউনে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস ও বৃহৎ মুম্বাই পুরসভার সদরদফতরের সামনে রাস্তা মরুভূমির চেহারা নিয়েছে। গত চব্বিশ ঘন্টায় দেশে কোভিড ১,৪৫,৩৮-৪জন সংক্রামিত হয়েছেন। এখন দেশে মােট কোভিড সংক্রমণের সংখ্যা দাড়িয়েছে ১.৩ কোটি।