কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রেস সচিবের মেয়াদ বৃদ্ধি

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব মহম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়ার ওই পদে দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ভালো কাজের স্বীকৃতির জন্য এই মেয়াদ বৃদ্ধি। আরও এক বছর তিনি উপ-হাইকমিশনের প্রেস সচিব পদে দায়িত্ব সামলাবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপসচিব মহম্মদ ইব্রাহিম ভূঁইয়া বুধবার এই তথ্য জানিয়েছেন।

সেখানে বলা হয়েছে, গত বছর নভেম্বরে মহম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) পদে যোগ দেওয়ার পর ভারতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সফল হয়েছেন। পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিক ও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর এই সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রেস সচিব পদে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

তারিকুল বাংলাদেশের একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। কূটনৈতিক, রাজনৈতিক প্রশাসনিক সাংবাদিকতায় বিশেষ পারদর্শী তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহভাজন তারিকুল। কলকাতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজ করে চলেছেন তিনি। তাঁর এই কাজের প্রতি সম্মান জানিয়ে এপারের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাঁকে পুরস্কৃত করেছে। এবার তাঁর পদের মেয়াদ বাড়াল ইউনূস সরকার।