বিহারে স্পিকার নিয়ে দড়ি টানাটানি, বিজেপি পাল্লা ভারী

মঙ্গলবার বিহারে বিধানসভার স্পিকার নির্বাচন। গয়ার বিজেপি বিধায়ক প্রেম কুমার পরবর্তী স্পিকার হতে চলেছেন বলে খবর। তার আগে সোমবার সূচনা হল বিহার বিধানসভার প্রথম অধিবেশন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে সোমবার প্রোটেম স্পিকার নরেন্দ্র নারায়ণ যাদব নতুন বিধায়কদের শপথগ্রহণ করালেন।

এ বারের নির্বাচনে ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ১৪৩টি আসন পেয়েছে এনডিএ। বিরোধী মহাগঠবন্ধনের দখলে রয়েছে মাত্র ৩৫টি আসন। ফলে স্পিকার নির্বাচনে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন বিরোধী শিবির প্রতিদ্বন্দ্বিতা করবে না বলেই রাজনৈতিক সূত্রের খবর। তবে স্পিকার নির্বাচন নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে। ৮৯ বিধায়কের দল বিজেপি, ৮৫ বিধায়কের দল জেডিইউ-কে এবারও স্পিকার পদ ছাড়তে চাইছে না বলে গুঞ্জন। পাঁচ দিনের এই অধিবেশনেই আস্থাভোটের মুখোমুখি হবে নতুন সরকার।

এ বছর নির্বাচনে জিতে বিহারের দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। গত দু’দশক ধরে বিহারের ক্ষমতায় থাকলেও এই প্রথমবার স্বরাষ্ট্র দপ্তর হাতছাড়া হল জেডিইউর। এবার স্বরাষ্ট দপ্তর রয়েছে গেরুয়া শিবিরের দখলে। সেই সঙ্গে স্পিকার পদটিও নিজেদের হাতে রাখতে চাইছে পদ্ম শিবির এমনটাই খবর। এর পিছনে মোদী-শাহের ‘রাজনৈতিক অঙ্ক’ও কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


‘পল্টুরাম’ নামে পরিচিত নীতীশ কুমার যদি ভবিষ্যতে কোনও রকম পাল্টি খায়, সেক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তাই বিজেপি স্পিকারের পদটি নিজেদের হাত রাখতে চাইছে। এক্ষেত্রে গয়ার বিজেপি বিধায়ক প্রেম কুমারের নাম এগিয়ে রয়েছে। ১৯৯০ সাল থেকে নয় বার ওই কেন্দ্রে জয়ী হন তিনি। নীতীশ কুমারের বিদায়ী মন্ত্রীসভার সমবায়মন্ত্রীও ছিলেন প্রেম কুমার।