মদ খেয়ে ঘুম চোরের! ভেস্তে গেল মদের দোকানে চুরির পরিকল্পনা

মদের দোকানে চুরি করতে গিয়ে মদ খেয়ে ঘুমিয়ে পড়ল চোর। তেলেঙ্গানার মেদক জেলা থেকে এই অদ্ভুত চুরির ঘটনা সামনে এসেছে। মেদকের নরসিঙ্গা মণ্ডলে এক চোর মদের দোকানে চুরি করতে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে চুরি করতে পারেনি। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চোর এতটাই মত্ত ছিল যে সে দোকানের মধ্যেই ঘুমিয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, নরসিংগী মণ্ডল কেন্দ্রের কনকদুর্গা ওয়াইনের ম্যানেজার রবিবার রাতে দোকানে তালা লাগিয়ে কাজ শেষে চলে যান। সোমবার সকালে দোকান খোলার সময় কর্মচারীরা দেখেন, এক ব্যক্তি মদের দোকানে প্রচুর মদ্যপান করে শুয়ে আছেন। তিনি অত্যধিক মদ্যপান করার কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন।

স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি আসলে চোর। দোকালে ঢুকে সমস্ত টাকা এবং মদের বোতল প্যাক করেছিল। কিন্তু দোকান থেকে বের হওয়ার সময় আর লোভ সামলাতে পারেনি। দোকানে বসেই রকমারি মদ খেতে শুরু করেন। অতিরিক্ত মদ্যপান করার পর নেশাগ্রস্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে সে। এরপর সকালে দোকানের কর্মীরা তাকে ধরে ফেলে। দোকানের কর্মীরা থানায় অভিযোগ দায়ের করেন।


চোরের দোকানে ঢোকার ভিডিও রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়। তবে ভেতরে ঢুকে চোর সিসিটিভি ক্যামেরা ভেঙে মাল সরানোর কাজ ঠিকঠাক করলেও লোভের বশে তুমুল মদ্যপান করেন। এর ফলে নেশাগ্রস্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি উত্তর প্রদেশের চিত্রকূটে একটি মদের দোকানে বড়সড় চুরির ঘটনা ঘটে। দরজা ভেঙে দোকানে ঢুকে চোরেরা নগদ ২ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ মদ নিয়ে যায়। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দোকানের পেছনের গেট দিয়ে চোরেরা ঢুকে পড়ে। এরপর তারা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দোকান থেকে টাকা ও মদ নিয়ে পালিয়ে যায়।