তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চার জন কলেজ পড়ুয়ার। বৃহস্পতিবার ভোর রাতে এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে, গাড়ির ভিতরে আটকে পড়েন যাত্রীরা। বেরিয়ে আসার কোনও সুযোগই পাননি তাঁরা। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে ধ্বংসস্তূপে পরিণত গাড়িটি দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই চার জন কলেজ পড়ুয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও এক জন তরুণীকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পাঁচ জন কলেজ পড়ুয়া একটি সাদা চারচাকা গাড়িতে করে ফিরছিলেন। মির্জাগুদা গেটের কাছে পৌঁছনোর পর হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। সেই ধাক্কার রেশ কাটতে না কাটতেই গাড়িটি পাশের একটি গাছে সজোরে আছড়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটি, রাস্তার অবস্থা কিংবা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। গোটা ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে দেখে তদন্ত চালানো হবে বলে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।