নীতীশের পাল্টা তেজস্বীর, মহিলা ভোট ব্যাঙ্ক মাথায় রেখে ৩০ হাজার টাকা অনুদানের প্রতিশ্রুতি

বিহারে ভোটের পারদ চড়ছে। টার্গেট মহিলা ভোট। প্রথম দফার ভোটের বাকি আর মাত্র দু’দিন। তার আগেই মহিলা ভোটারদের মন পেতে নতুন প্রকল্পের ঘোষণা আরজেডি নেতা তথা বিরোধী ‘মহাগঠবন্ধন’-এর মুখ তেজস্বী যাদবের। বিহারে ক্ষমতায় এলে আগামী বছরের জানুয়ারি মাসেই মহিলাদের বার্ষিক ৩০ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি লালুপুত্রের।

প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। আগামী বছর মকরসংক্রান্তির দিন ওই আর্থিক সাহায্য মহিলাদের কাছে পৌঁছে যাবে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বলেন, ‘আমরা সরকার গঠনের পর, মকর সংক্রান্তিতে – ১৪ই জানুয়ারী, আমরা ‘মাই বহিন মান যোজনা’-এর অধীনে মহিলাদের অ্যাকাউন্টে পুরো এক বছরের জন্য ৩০,০০০ টাকা জমা করব’

বিহারে ক্ষমতায় আসার পর থেকেই নীতীশের ঝুলিতে রয়েছে মহিলা ভোটার। মহিলা ভোট ব্যাঙ্ক ধরে রাখতে বিভিন্ন প্রকল্প চালু করেছেন নীতীশ কুমার। বিহারে মদ নিষিদ্ধ করা হয়েছে। এবারও ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। এই প্রকল্পে রাজ্যের ১ কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থসাহায্য করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পে ১০ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।  শাসক জোট এনডিএ-র মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার পাল্টা দিতেই তেজস্বীর নয়া ঘোষণা বলে মত অনেকের।


এদিন আরজেডি নেতা বলেন, ‘আমি অনেক জায়গায় গিয়েছি এবং মহিলাদের সঙ্গে কথা বলেছি। বিহারের সমস্ত মা ও বোনেরা ‘মাই বহিন মান যোজনা’ নিয়ে উচ্ছ্বসিত। এই যোজনা তাঁদের অর্থনৈতিক ন্যায়বিচার দেবে বলে তাঁদের মত।” ইতিমধ্যেই  আরজেডির ইস্তাহারে মহিলাদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকা অনুদানের কথা ঘোষণা করেছে। মা-বোনদের কথা মাথায় রেখেই আগামী বছর ১৪ জানুয়ারি গোটা বছরের প্রাপ্য ৩০ হাজার টাকা এককালীন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তেজস্বী।

মঙ্গলবার তেজস্বী আরও বলেন, তাঁর নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে ধানচাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য ৩০০ টাকা এবং গমচাষিদের কুইন্টাল পিছু গমের জন্য ৪০০ টাকা ন্যায্য সহায়ক মূল্য দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর।