ভোটে জিতলে একাধিক উপমুখ্যমন্ত্রী হওয়ার ঘোষণা তেজস্বীর

একাধিক ব্যক্তিকে উপমুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করলেন তেজস্বী যাদব। দু’সপ্তাহ বাদেই বিহারে ভোট। এবার ৬ এবং ৯ নভেম্বর দু’দফায় ভোট হচ্ছে বিহারে। বিহারে বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’ ক্ষমতায় এলে একাধিক ব্যক্তি উপমুখ্যমন্ত্রী হবে বলে শুক্রবার জানান আরজেডি নেতা তেজস্বী যাদব। শরিকদের তুষ্ট রাখতেই এই কৌশল নেওয়া হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

শুক্রবার বিহারের সহরসায় নির্বাচনী প্রচারে গিয়ে তেজস্বী বলেন, ‘আরও উপমুখ্যমন্ত্রীকে দেখা যাবে। কয়েক দিনের মধ্যেই আপনারা এই বিষয়ে জানতে পারবেন।‘ বৃহস্পতিবার পাটনায় বিরোধীদের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে লালুপুত্র তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হয়। কংগ্রেস, আরজেডি, সিপিএম, সিপিআই(এমএল), বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) মহাগঠবন্ধনের শরিক দলগুলি যৌথ সাংবাদিক বৈঠক ডেকে এই কথা জানায়।

সেই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ভিআইপি প্রধান মুকেশ সাহানিকে। সূত্রের খবর, সব শরিক দলকে সন্তুষ্ট রাখার পাশাপাশি মন্ত্রিসভায় বিহারের সব এলাকা এবং জনগোষ্ঠীর সমান প্রতিনিধিত্ব সুনির্দিষ্ট করতে চাইছে বিরোধী জোট ইন্ডিয়া। সে কারণেই জাতিগত অঙ্ক মাথায় রেখে একাধিক উপমুখ্যমন্ত্রীর মুখ তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে।


শুক্রবারের নির্বাচনী সভা থেকে তেজস্বী মোদীকে নিশানা করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী গুজরাতে কারখানা তৈরি করে বিহারের ভোটে জিততে চাইছেন। এটা কিছুতেই হবে না। আমরা বিহারি, আমরা বাহারি (বাইরের লোক)-দের ভয় পাই না।‘  বিহার বিহারিদের দ্বারাই পরিচালিত হবে বলে সুর চড়ান তেজস্বী।

অন্যদিকে শুক্রবার সমস্তিপুরের নির্বাচনী সভা থেকে মোদী একপ্রকার নীতীশ কুমারের নামে সিলমোহর দিয়েছেন। তিনি বলেন, ‘নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির গড়বে এনডিএ।’ মোদী শুক্রবার বিহারে আরজেডি আমলের ‘জঙ্গলরাজের অবসান’ এবং উন্নয়নের জন্য নীতীশের কৃতিত্বের কথা তুলে ধরেন। এ বারের মেয়াদেও নীতীশকেই যে বিজেপি পাটনার কুর্সিতে চাইছে তা একপ্রকার বুঝিয়ে দেন।