কাজে যাওয়ার সময় এক নার্সের উপর অ্যাসিড আক্রমণ করে এক কিশোর। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে প্রাথমিকভাবে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাঁকে দিল্লির এক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় ওই হাসপাতাল থেকে। তদন্তকারীরা প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, সন্দেহভাজন আক্রমণকারী হল ১৭ বছরের এক কিশোর। ৪ জন সদস্যের একটি দল তৈরি করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে মীরাটের লোহিয়ানগরে। আক্রান্ত মহিলার নাম রুখসানা। তাঁর তিন সন্তান রয়েছে। তাঁর বড় ছেলে জানিয়েছে যে, তাঁর বোনকে উত্ত্যক্ত করছিল এক স্থানীয় কিশোর। রুখসানা সেই কারণে প্রতিবাদ করে এবং সেই কিশোরকে বকাঝকা করেন। সেই অপমানের প্রতিশোধ নিতে ওই কিশোর অ্যাসিড হামলা চালায় রুখসানার উপর। মঙ্গলবার রাতের শিফটের ডিউটিতে হাসপাতালে যাওয়ার সময় বাড়ি থেকে খানিকটা দূরে ওই কিশোর রুখসানার নাম ধরে ডাকে। তিনি ঘুরে দাঁড়াতে তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে পালায় কিশোর। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে বাইকে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর রুখসানাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।
ঘটনার খবর পেয়ে সেই মুহুর্তে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ফরেন্সিক দল। আক্রমণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আশেপাশের সব সিসিটিভি ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে। পুলিশ দাবি করেছে খুব তাড়াতাড়ি অভিযুক্ত ধরা পড়বে।