তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাড়িতে বোমা হামলার হুমকি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাড়িতে বোমা রাখা রয়েছে, এই দাবি করে রবিবার সকালে রাজ্যের ডিজিপির সরকারি ইমেলে আসে একটি হুমকি বার্তা। ইমেল পেয়েই নড়েচড়ে বসে প্রশাসন। মুখ্যমন্ত্রীর চেন্নাইয়ের তেনামপেটের বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। প্রায় এক ঘণ্টার তল্লাশির শেষে পুলিশ জানায়, হুমকিটি ভুয়ো।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে গোয়েন্দা ও বম্ব স্কোয়াড দল তল্লাশি চালায়। কোথাও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

এর কিছু সময় পর ফের আরেকটি হুমকি ইমেল আসে তামিলনাড়ুর ডিজিপির কাছে। তাতে জানানো হয়, অভিনেতা অজিত কুমার, অরবিন্দ, রজনীকান্ত, পরিচালক কেএস রবিকুমার, অভিনেত্রী স্নেহা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমকে আলাগিরির মাদুরাইয়ের বাড়িতে বোমা রাখা রয়েছে। খবর পেয়েই চেন্নাই ও মাদুরাইয়ের একাধিক স্থানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেও কিছু পাওয়া যায়নি।


তদন্তকারীরা জানিয়েছেন, কারা এই ভুয়ো ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সাইবার অপরাধ দমন বিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এর আগে গত সপ্তাহেই অভিনেতা অজিত কুমারের বাড়িতে বোমা রয়েছে বলে একটি হুমকি ইমেল এসেছিল। তারও আগে গত মাসে সুরকার ইলাইয়ারাজার স্টুডিওকে লক্ষ্য করে একই ধরনের ভুয়ো বার্তা পাঠানো হয়। সব ক্ষেত্রেই তল্লাশির পরে কিছুই পাওয়া যায়নি।