অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন

প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী বিপন্মুক্ত। সোমবার সকালে প্রতিদিনের রুটিন মাফিক প্রাতঃভ্রমণে গিয়েছিলেন স্ট্যালিন। সেই সময় হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করে তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শরীরের বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করা হয়।

হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর সব উপসর্গ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় সবরকম পরীক্ষানিরীক্ষা চালানো হচ্ছে।’ যদিও সূত্রের খবর অনুযায়ী, স্ট্যালিনের অসুস্থতা গুরুতর নয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদের বাইরে। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একটি মেডিক্যাল বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। তাঁর স্বাস্থ্যের দিকে নিয়মিত নজর রাখা হবে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের তরফে স্ট্যালিনকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হতে পারে।

ডিএমকে ও সমর্থক মহলে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার ঢল নেমেছে। রাজ্য প্রশাসনের তরফে তাঁর স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ডিএমকে তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ হিসেবে স্ট্যালিনের রাজনৈতিক কর্মসূচি ক্রমেই বেড়ে চলেছে। এই প্রেক্ষিতে তাঁর হঠাৎ অসুস্থ হয়ে পড়া রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে।