সংখ্যালঘু অধিকার নিয়ে সুইজারল্যান্ডের পরামর্শ, পাল্টা জবাব ভারতের

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংখ্যালঘুদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতকে পরামর্শ দিল সুইজারল্যান্ড। তবে এ বিষয়ে নীরব থাকেনি ভারতও। পাল্টা জবাবে জেনেভার মঞ্চ থেকেই কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগী।

প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বর্তমান বৈঠকের সভাপতিত্ব করছে সুইজারল্যান্ড। সেখানেই সে দেশের প্রতিনিধি ভারতের উদ্দেশে বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ভারতকে পদক্ষেপ করতে হবে।

এ প্রসঙ্গে ক্ষিতিজ ত্যাগীর মন্তব্য, ‘রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সভাপতির আসনে বসে সুইজারল্যান্ডের মিথ্যা অভিযোগ নিয়ে সময় নষ্ট করা উচিত নয়। নিজেদের দেশে বর্ণবাদ, প্রাতিষ্ঠানিক বৈষম্য আর বৈদেশিক বিদ্বেষ নিয়ে ভাবা উচিত।’ তিনি আরও যোগ করেন, ‘বিশ্বের বৃহত্তম এবং বহুত্ববাদী গণতন্ত্র হল ভারত। এ বিষয়ে চাইলে আমরা সুইজারল্যান্ডকেও সাহায্য করতে প্রস্তুত।’


শুধু সুইজারল্যান্ড নয়, পাকিস্তানকেও সরাসরি আক্রমণ শানায় ভারত। ক্ষিতিজ বলেন, ‘পহেলগাম হামলার পর আমরা সুনির্দিষ্ট জবাব দিয়েছি। সন্ত্রাসবাদে মদতদাতা কোনও রাষ্ট্র থেকে আমরা শিক্ষা নেব না। সংখ্যালঘুদের উপর যে দেশ নিপীড়ন চালায়, তাদের কাছ থেকে কোনও জ্ঞানও শুনব না।’

ভারতের সাফ বার্তা, সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু— দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দায়বদ্ধ ভারত। সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায়ও কোনও রকম আপস করবে না দিল্লি।