সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল প্রয়াত

ফাইল চিত্র

মিজোরামের প্রাক্তন রাজ্যপাল এবং প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল প্রয়াত। বৃহস্পতিবার দলীয় সূত্রে তাঁর মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন সকালে তাঁকে রাজধানীর একটি সর্বভারতীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

তাঁর মৃতদেহ জধানীর টালকাটোরা রোডের বাসভবনে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ লোধী রোড শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

স্বরাজ কৌশলের কন্যা এবং ভারতীয় জনতা পার্টির সাংসদ বাশুরি স্বরাজ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পাপা স্বরাজ কৌশলজী, তোমার স্নেহ, শৃঙ্খলা, সরলতা, দেশপ্রেম আর অসীম ধৈর্য আমার জীবনের সেই আলো, যা কখনও নিভে যাবে না। তোমার চলে যাওয়া হৃদয়ের গভীরতম বেদনা হয়ে নেমে এসেছে। কিন্তু মনকে সান্ত্বনা দিচ্ছি এই ভেবে যে, তুমি এখন ঈশ্বরের সান্নিধ্যে থেকে মায়ের সঙ্গে মিলিত হয়েছ।’


তিনি আরও লিখেছেন, ‘তোমার কন্যা হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। তোমার আদর্শ, মূল্যবোধ আর আশীর্বাদই হবে আমার আগাম যাত্রার ভিত্তি।’

উল্লেখ্য, ১৯৫২ সালের ১২ জুলাই, বর্তমান হিমাচল প্রদেশের সোলানে জন্মগ্রহণ করেন স্বরাজ কৌশল। বরোদা ডিনামাইট মামলায় জর্জ ফার্নান্ডেজের পক্ষে সওয়াল করে তিনি সাড়া ফেলেছিলেন। পাশাপাশি, মিজো নেতা লালডেঙ্গাকে মুক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১৯৯৩ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মিজোরামের রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।