এসআইআর: আধারকে নথি হিসেবে গ্রহণ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দেশের শীর্ষ আদালতের। বিহারের বিশেষ নিবিড় সমীক্ষায় বা ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (এসআইআর) সংক্রান্ত মামলায় সোমবার ভারতের নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ‘আধার কার্ডকে বিহারের ভোটার তালিকা সংশোধনের জন্য পরিচয় প্রমাণের উদ্দেশ্যে একটি ‘দ্বাদশ নথি’ হিসেবে বিবেচনা করতে হবে।’ অর্থাৎ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশন দ্বারা পূর্বে নির্দিষ্ট করা অন্য এগারোটি নথির মতোই একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে গৃহীত হবে।

তবে ‘রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট’-এর ধারা ২৩(৪) অনুসারে, এটি একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, আধার কার্ড কখনওই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। আদালত আরও জানিয়েছে, ‘আধার কার্ড ভুয়ো না আসল, তা যাচাই করার স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি’।