প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হয়। আবেদনকারীর আইনজীবী দাবি করেছিলেন, প্রচ্ছদের ছবিতে লেখিকাকে বিড়ি খেতে দেখা গেলেও সেখানে ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’–এর মতো সতর্কীকরণ নেই। এমনকি বিড়িটি তামাক নাকি গাঁজা— সেটাও স্পষ্ট নয় বলে অভিযোগ তোলা হয়।
এ নিয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেন, অরুন্ধতী রায় একজন বিশিষ্ট সাহিত্যিক— তাঁর বইয়ের প্রচ্ছদ কোনও ভাবেই ধূমপানের প্রচার নয়। বেঞ্চ আরও জানতে চায়, আবেদনটি কি শুধুই আবেদনকারীর ‘পাবলিসিটি’ পাওয়ার জন্য? আদালতের পর্যবেক্ষণ, বইটি কোনও বিজ্ঞাপন নয় যে তামাকবিরোধী আইনের নির্দিষ্ট মাপ অনুযায়ী সতর্কীকরণ লিখতে হবে।
আদালত এ-ও জানায়, প্রচ্ছদের পিছনে প্রকাশক স্পষ্ট করে লিখেছেন— ছবিটি তামাক সেবনের পক্ষে নয়। বইয়ের বিষয়বস্তু ও লেখিকার সাহিত্যকর্মের সঙ্গে ধূমপানের কোনও সম্পর্ক নেই। সুতরাং তামাকবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে না। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়— এই আবেদন গ্রহণযোগ্য নয়, তাই এটি খারিজ করা হচ্ছে।