গুজরাতে আচমকা মন্ত্রীসভার রদবদল, একযোগে ইস্তফা দিলেন সব মন্ত্রী

প্রতিনিধিত্বমূলক চিত্র

আহমেদাবাদ, ১৬ অক্টোবর– গুজরাতে বিজেপি সরকারের অভ্যন্তরে শুরু হল শিরে সংক্রান্তি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সব মন্ত্রী পদত্যাগ করলেন। এদিন রাজ্য মন্ত্রিসভার ১৬জন মন্ত্রীই পদত্যাগ করেছেন। ফলে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সূত্রের খবর, এখনই গদিচ্যুত হচ্ছেন না ভূপেন্দ্র প্যাটেল। যদিও রাজ্য তথা গোটা দেশের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে মোদীর রাজ্যে মন্ত্রীদের এই নজিরবিহীন ইস্তফা দেওয়ার নেপথ্যে কারণটা আসলে কী?

জানা গিয়েছে, এই অঘটনের সূত্রপাত গত ৪ অক্টোবর গুজরাত রাজ্য বিজেপির সভাপতি পদের বদল নিয়ে। এইদিন কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিলকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরিবর্তে অনগ্রসর জনগোষ্ঠীর নেতা জগদীশ বিশ্বকর্মাকে রাজ্য বিজেপির সভাপতি পদে বসানো হয়। এরপরই জল্পনা শুরু হয়েছে, গুজরাতের মন্ত্রীসভার আমূল বদল করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন গান্ধীনগরে তাঁরা শপথ নেবেন।

প্রসঙ্গত, মোদী ও অমিত শাহের রাজ্যে আচমকা মন্ত্রীসভার এই বদলের ঘটনা নতুন নয়। ২০১৪ সালে লোকসভা ভোটে বিপুল জয়ের পর গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। তাঁর স্থলে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছিল মোদী ঘনিষ্ঠ আনন্দীবেন প্যাটেলকে। কিন্তু মাত্র দুই বছর যেতে না যেতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। ২০১৬ সালে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে পদত্যাগ করেন আনন্দীবেন প্যাটেল। পরিবর্তে মুখ্যমন্ত্রী পদে স্থলাভিষিক্ত হন জৈন সম্প্রদায়ের নেতা বিজয় রূপাণী। তাঁর নেতৃত্বেই কংগ্রেসের বিরুদ্ধে ২০১৭ সালের বিধানসভার ভোট বৈতরণী পার হয় বিজেপি। কিন্তু ২০২১ সালে তাঁর বিরুদ্ধে ফের দলীয় খাড়া নেমে আসে। ফলে ওই বছর সেপ্টেম্বরেই তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। তাঁর বদলে প্রভাবশালী প্যাটেল গোষ্ঠীর নেতা ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে মন্ত্রীসভার খোলনলচেও বদলে ফেলা হয়। সেই সিদ্ধান্তে বিজেপি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে যথেষ্ট সাফল্য পেয়েছিল। এবার সামনেই ২০২৭ সালে গুজরাত বিধানসভা নির্বাচন। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে আগেভাগেই মন্ত্রীসভার বদল করল বিজেপি। তবে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রের ‘ভবিষ্যৎ’ কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট সংশয় রয়েছে। জল্পনা চলছে, এক বছর পর হয়তো তাঁকেও মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতে পারে।


এদিকে সূত্রের খবর, গুজরাতে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। বর্তমানে এই রাজ্যে মন্ত্রী রয়েছেন ১৬ জন। এবার সেখানে আরও ১০ জন বাড়িয়ে ২৬জন মন্ত্রী করা হতে পারে। শুক্রবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে সকাল সাড়ে এগারোটা নাগাদ শপথ নেবে নতুন মন্ত্রীসভা। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর। বৃহস্পতিবার রাতেই ভূপেন্দ্র প্যাটেলের ইস্তফা দেওয়ার কথা রয়েছে বলে আরও একটি সূত্র জানিয়েছে। তবে নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছুই বলেনি।