শিক্ষকের বিরুদ্ধে মদ্যপান করানোর অভিযোগ, আত্মঘাতী ছাত্র

প্রতীকী চিত্র

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে আত্মঘাতী ছাত্র। একটি ভিডিওতে শিক্ষকের বিরুদ্ধে জোর করে মদ্যপান করানোর অভিযোগ করেছে দ্বাদশ শ্রেণির এক ছাত্র। এরপর সে আত্মঘাতী হয়। তাঁর বক্তব্য ছিল, ‘আমার মতো আরও অনেক ছাত্রছাত্রী মরবে।’ বুধবার ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের শিরপুরী জেলায়। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম বান্টি ধাক্কড়। কোলারস রেলস্টেশন থেকে কিছু দূরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রেললাইন ধরে এক কিশোর এলোমেলোভাবে হাঁটছিল। একটি ট্রেন আসতেই তার সামনে ঝাঁপ দেয়। চালক ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করলেও ওই কিশোরকে বাঁচানো যায়নি।

পুলিশ তদন্তে নেমে বান্টি ধাক্কড়ের মোবাইলটি খুঁজে পায়। মোবাইল থেকে তথ্য উদ্ধারের সময় তদন্তকারীদের নজরে একটি ভিডিও আসে। সেই ভিডিওয় এক শিক্ষকের বিরুদ্ধে তাকে জোর করে মদ্যপান করানোর অভিযোগ তুলেছে ওই কিশোর। তার অভিযোগ, বাড়িতে পড়ানোর সময় ছাত্র-ছাত্রীদের মদ্যপান করতে বাধ্য করেন ওই শিক্ষক। অনেকে এই নিয়ে আপত্তি জানালেও তিনি তাতে কর্ণপাত করেন না। মদ্যপান করতে না চাইলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দেন বলেও অভিযোগ তুলেছে বান্টি।

ভিডিও বার্তায় বান্টি বলে, ‘শুধু আমি নয়, আমার মতো অনেকেরই এই পরিস্থিতি হবে। অনেক ছাত্রই এভাবে আত্মহত্যার পথ বেছে নেবে।’
বান্টির পরিবারের তরফে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।