প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সোমবার গভীর রাতে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্বীপাঞ্চলে। কম্পনের জেরে সুনামির আশঙ্কা দেখা দেয়। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি। এই ভূমিকম্পের উৎসস্থল সমুদ্রের ১০ কিলোমিটার তলদেশে। এমন স্থানে ভূমিকম্প হলে তীব্র কম্পন অনুভূত হয়। তবে লোকালয় থেকে অনেকটা দূরে কম্পন হয়। সেজন্য তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে চলা জটিল ও প্রবল ভূ-প্রক্রিয়ার ফলে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, এমনিতেই গোটা আন্দামান অঞ্চলটি গুরুত্বপূর্ণ টেকটোনিক সীমার ওপর অবস্থান করছে, তাতে আবার ভারতীয় টেকটোনিক প্লেট উত্তর-পূর্ব দিকে ক্রমশ সরে যাচ্ছে। এভাবে সেটি বার্মা বা সুন্দা মাইক্রোপ্লেটের নিচে প্রবেশ করছে। সেজন্য এই দ্বীপাঞ্চলে একটা ভূমিকম্পের প্রবণতা রয়ে গিয়েছে। যখন টেকটোনিক প্লেটগুলির মধ্যে জমে থাকা চাপ একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন হঠাৎ করে সেই শক্তি মুক্তি পায় এবং তীব্র ভূমিকম্প অনুভূত হয়। কখনও কখনও এই চাপের মুক্তির ফলে একটার পর একটা ফল্ট ভেঙে যায় এবং কম্পন অনুভূত হয়।
যেহেতু এইসব অঞ্চলের ভূ-প্রকৃতি খুবই জটিল। সেজন্য এখানে বিভিন্ন ধরনের ফল্ট লাইন রয়েছে। যেমন- থ্রাস্ট ফল্ট ও স্ট্রাইক-স্লিপ ফল্ট। থ্রাস্ট ফল্টে একটি টেকটোনিক প্লেট অন্যটির নীচে চলে যায়। আবার স্ট্রাইক-স্লিপ ফল্টের ফলে দুটি প্লেট পাশাপাশি ঘষা খায়। আন্দামান অঞ্চলে মূলত বাম দিক ঘেঁষা স্ট্রাইক-স্লিপ ফল্টের কারণে এই ধরনের ভূমিকম্প বেশি দেখা যায়।