অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশে কঠোর পদক্ষেপ নিতে চলেছে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এ নিয়ে সমস্ত জেলাশাসককে কড়া নির্দেশ দিয়েছেন। অনুপ্রবশকারীদের দ্রুত ও কঠোরভাবে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাই সরকারের প্রধান কাজ। কোনও অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে। প্রতিটি জেলার প্রশাসনকে নিজেদের এলাকায় বসবাসকারী সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে বের করার প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলা হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পর আইন অনুযায়ী তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।
সেই সঙ্গে চিহ্নিত অনুপ্রবেশকারীদের রাখার জন্য রাজ্যের প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় তৈরি হবে অস্থায়ী ডিটেনশন ক্যাম্প। চিহ্নিতকরণের প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত অনুপ্রবেশকারীদের অস্থায়ী ভাবে থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে। আইন মোতাবেক ডিটেনশন ক্যাম্প থেকে স্বদেশে ফেরত পাঠানো হবে অবৈধ অনুপ্রবেশকারীদের। এই খবর প্রকাশ্যের আসার পরই তোলপাড় পড়ে গিয়েছে দেশীয় রাজনীতিতে। যদিও এই পদক্ষেপ রাজ্যের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে যোগী সরকার।