ইন্ডিগো বিভ্রাটে ডিজিসিএ-র তদন্ত রিপোর্টের পর কঠোর ব্যবস্থা

ইন্ডিগো বিমান সংস্থার বিমান বিভ্রাট নিয়ে আজ রিপোর্ট জমা দেওয়ার কথা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন তথা ডিজিসিএ-র। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই বিমান পরিবহণ ব্যবস্থা নিয়ে বৈঠকে বসবে সংসদীয় কমিটি।

ইতিমধ্যেই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে, বিভ্রাটের কারণে যে ১০ শতাংশ উড়ান কমিয়ে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার সেই ১০ শতাংশ উড়ান ফিরিয়ে আনা হয়েছে।দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো প্রতিদিন ২ হাজার ৩০০টি বিমান পরিচালনা করত।  গত ২ ডিসেম্বর থেকে বিপর্যয়ের মুখে পড়ে ইন্ডিগো সংস্থার বিমান পরিষেবা।  

ঊর্ধ্বতন এক সরকারি আধিকারিক জানিয়েছেন, প্যানেলের প্রতিবেদন জমা পড়ার পর বিস্তারিত এবং সংশোধনমূলক পদক্ষেপ করা হবে। এই ধরনের বিমান বিভ্রাটের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে। অন্যান্য বিমান সংস্থাগুলির সময়সূচী মেনে চলার বিষয়টিও পর্যবেক্ষণ করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আধিকারিক জানান, অন্যান্য সংস্থার পরিচালন ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। 
সরকারি এই আধিকারিক জানান, এটি ভ্রমণের মরশুম, এবং একই সঙ্গে কুয়াশারও মরশুম। এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলির আরও বেশি বিমান পরিচালনা করা উচিত। এদিকে ইন্ডিগোর সিইও পিটার এলবার্স বৃহস্পতিবার বলেন যে, বিমান সংস্থাটির তিনটি বিষয়ের উপর মনোযোগ দেওয়া হচ্ছে- স্থিতিশীলতা, মূল কারণ বিশ্লেষণ এবং পুনর্গঠন।