ধনকুবেরের তালিকায় প্রবেশ করলেন শাহরুখ খান

প্রতিনিধিত্বমূলক চিত্র

বলিউডে অনেক তারকা রয়েছেন, কিন্তু তাঁদের মধ্যে অন্যতম শীর্ষস্থান অধিকার করেছেন শাহরুখ খান ওরফে ‘কিং খান’। এবার হরুন রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, তিনি বলিউডের সর্বোচ্চ সম্পদশালী তারকার তালিকায় হিসেবে নাম লিখিয়েছেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৪৯০ কোটি টাকা। ফলে বলিউডের কিং খান থেকে ভারতীয় শিল্প-প্রতিষ্ঠানের মহাশক্তি, হরুন রিচ লিস্ট ২০২৫ তুলে ধরেছে সম্পদের এক বিস্ময়কর চিত্র।

একসময় সিনেমা হলের বাইরে টিকিট বিক্রি করে জীবিকা নির্বাহকারী শাহরুখের যাত্রা এখন একটি চমকপ্রদ গল্পের মতো। তাঁর এই সমৃদ্ধির অন্যতম বড় কারণ তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’। ২০০২ সালে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান বলিউডে ব্লকবাস্টার ছবি প্রযোজনা এবং ভারতে ভিএফএক্স শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আজ এটি ৫০০-এরও বেশি কর্মী নিয়োগ করে একটি বিশাল কোম্পানিতে পরিণত হয়েছে।

তাঁর বাড়ি ‘মন্নত’ও একটি পরিচিত নাম। সমুদ্র তীরে অবস্থিত এই ভবন বান্দ্রায়, যার মূল্য ২০০ কোটি টাকারও বেশি। এটি প্রতিদিন প্রচুর ভক্তের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকেই কেবল শাহরুখ খানের বাড়ি দেখার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন।


তবে শাহরুখ শুধু একা নয়। বলিউডের ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও কলকাতা নাইট রাইডার্সের সহকারী মালিক জুহি চাওলা ও তাঁর পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭,৭৯০ কোটি টাকা।

তৃতীয় স্থানে রয়েছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃত্বিক রোশন, যিনি ফিটনেস ও ফ্যাশন ব্র্যান্ড এইচআরএক্সের মাধ্যমে ২,১৬০ কোটি টাকার মালিক হয়েছেন।

চতুর্থ স্থানে পরিচালক করণ জোহর রয়েছেন। তিনি তাঁর ‘ধর্ম প্রোডাকশনস’-এর মাধ্যমে ১,৮৮০ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। শীর্ষ পাঁচে রয়েছেন বলিউড কিং অমিতাভ বচ্চন, যাদের পরিবারিক সম্পদের পরিমাণ ১,৬৩০ কোটি টাকা।

তবে বলিউডের বাইরে সম্পদের নিরিখে ভারতের সর্বোচ্চ ধনকুবের হলেন শিল্পপতি মুকেশ আম্বানি, যাঁর বর্তমান সম্পদ ৯.৫৫ লক্ষ কোটি টাকা। তাঁর ঠিক পিছনে রয়েছেন গৌতম অদানি, যাঁর সম্পদ ৮.১৫ লক্ষ কোটি টাকা।

নতুনভাবে আলোচনায় এসেছেন রোশনি নাদার মালহোত্রা, যিনি ২.৮৪ লক্ষ কোটি টাকার সঙ্গে ভারতের সবচেয়ে ধনকুবের মহিলা হিসেবে ইতিহাস গড়ে ফেলেছেন।